২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১০:০০:৫৬ পূর্বাহ্ন
নগরীর উন্নয়ন কার্যক্রম বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনে খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজশাহী সফর
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৪
নগরীর উন্নয়ন কার্যক্রম বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনে খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজশাহী সফর

খুলনা বিশ^বিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কোর্সের আওতায় রাজশাহী শিক্ষা সফরে এসেছে। রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনে খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজশাহী এই সফর। মিউনিসিপ্যাল সার্ভিসেস প্ল্যানিং ফিল্ড ওয়ার্ড এন্ড স্টুডিও শিরোনামের কোর্সের আওতায় একটি সেশনাল প্রজেক্ট টাইটেল এ্যান এক্সপ্লোরেশন অব গ্রিন প্র্যাকটিসও, ওপেন স্পেসেস এন্ড ওয়াকওয়ে ডিজাইন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে রাজশাহী শহর পরিদর্শন করছেন।


রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে রোববার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার। সভায় বক্তব্যে প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে রাজশাহী আজ সারা দেশে মডেল সিটিতে পরিণত হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ, প্রশস্ত রাস্তা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে রাজশাহী এগিয়ে চলেছে। পর্যটকদের আকৃষ্ট করতে ও নগরীকে নান্দনিক রূপে সাজিয়ে তুলতে মাননীয় মেয়র সব সময় দিক নির্দেশনা প্রদান করছেন। নগরবাসীর সার্বিক সহযোগিতায় এ নগরী অনন্য নগরীতে পরিণত হয়েছে।


পরিদর্শনে আসা শিক্ষার্থীবৃন্দ রাজশাহী মহানগর পরিচ্ছন্নতা, পরিবেশ, প্রশস্ত সড়ক, আলোকায়ন, আইল্যান্ড, রোড ডিভাইডারসমূহে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন বেস্ট প্র্যাকটিস কার্যক্রমকে তাদের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করে আরও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, খুলনা বিশ^বিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ সালাউদ্দীন, সহকারী অধ্যাপক মৈত্রী বিশ^াস, রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, নগর পরিকল্পনাবিদ সাকিবুর রহমান ও খুলনা বিশ^বিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন